Posts

Showing posts from July, 2022

জাহান্নামের ভয়ংকর উপত্যকা।

গাইয়ুন !  আপনি কি জানেন গাইয়ুন কি ? ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন গাইয়ুন হল জাহান্নামের এক অত্যন্ত গভীর ও ভয়ংকর  উপত্যকার নাম । কেন এই উপত্যকা এত ভয়ংকর এত জঘন্য ?  জাহান্নামে মানুষের আকার হবে অনেক বড় । বসা অবস্থায় এক জাহান্নামীর আকার হবে প্রায় ৪০০ কিলোমিটার ! তার চামড়া এবং মাংস হবে অত্যন্ত পুরু । তার দেহে থাকবে অনেক মাংস । জাহান্নামের আগুনে এই মাংস পুড়ে যখন হাড় বেরিয়ে যাবে তখন তা আবার মাংস দিয়ে পূর্ণ করে দেওয়া হবে । দুনিয়াতে আমরা দেখছি মানুষ আগুনে পুড়ে গেলে সেখানে পুঁজ জমে।  জাহান্নামের মানুষ বারবার আগুনে পুড়বে আর বারবার পুঁজ জমা হবে । সেই পুঁজ কোথায় গিয়ে জমা হবে জানেন ? তা জমা হবে জাহান্নামের গাইয়ুন উপত্যকায় । কারা থাকবে গাইয়ুনে ? যারা সময় মতো, সঠিকভাবে, নিখুত ভাবে সালাত আদায় করেনি !  . সাকার ! আপনি কি জানেন সাকার কি ? সাকার হল জাহান্নামের আরেকটি জঘন্য উপত্যকার নাম । সাকার হলো তাদের অবস্থান যারা দুনিয়াতে সালাত আদায় করবে না । সাকারবাসীদের সম্পর্কে আল্লাহ সুবাহানুওতায়ালা পবিত্র কুরআনে বলেছেন,  'আমি দাখিল করব সাকারে । তুমি কি জানো সে সাকার কি ? যা জী

সবাই আছে ফান্দে

 সবাই আছে ফান্দে  ----আজাদ রহমান  কার কপালে সুখের টিকা কার কপালে দুখ্ সব কিছু কি যায় রে বুঝা দেখে তাহার মুখ? কেউতো আছে কষ্ট বুকে  ঠোঁটে ভিষণ হাসি, শখের বসে অনেক সুখী  পরে গলায় ফাসি। হিসেব নিকেশ করে দেখি সবাই আছে ফান্দে, নিজের সাথে নিজে যখন আপন মনে কান্দে।  সবার জ্বালা এক জ্বালা নয় ভিন্ন-ভিন্ন জাত, ধনী গরীব সবাই দুখী পাতে শুন্যে হাত। তৃপ্ত মনের মুল্য অনেক  কষ্ট তাড়ায় দূরে, লোভ-লালসায় দুঃখ আনে কাঁদায় করুন সুরে। ----------------------------  তারিখ ১৮/০৭/২১ ইং কুলাউড়া। 

মন আমার

 মন আমার  ----আজাদ রহমান  মন আমার ঘুমাইছরে  বড় নিরালায় নয়ন খুলে দেখছিলায়নি  অনল কে জ্বালায়? মন আমার ঘুমাইছরে বড় নিরালায়!!  পরের ঘরে আলো বিলাও নিজের ঘরে বাত্তি নাই, সোনার খনি দূরে ঠেলে দিবানিশি কুড়াও ছাই। মনোরে....মন আমার! কোন বা সুখের আশায় তুমি রইলে সুখের বিছানায়, মন আমার ঘুমাইছরে  বড় নিরালায়।। অন্তর ভরা আশার আলো দুইদিনের এই দুনিয়ায়,  সকল আশা হলেও পুরন পুর্নতা কি বলা যায়? মনোরে....মন আমার! এমন জনম সামনে তোমার শুরু হলে শেষ তো নাই, আজাদে কয় ঘুম ভেঙ্গে যায় মনে হলে যাতনায়।। ---------------------------------

ক্ষমা ভিক্ষা দিও

 ক্ষমা ভিক্ষা দিও  ------আজাদ রহমান  তুমি আমার মালিক খোদা  তুমি আমার রব, তোমার সৃষ্টি আসমান জমিন তামাম জাহান সব। তুমি হলে রাজ্জাক সবার  ক্ষুধায় অন্নদাতা,  তুমি হলে রহিম রহমান  শান্তি মুক্তি দাতা। তুমি মাওলা মহান সাত্তার লোকাও সবার দোষ,  জ্ঞান গরিমা তোমারই দান ফিরাও বান্দার হুশ। হাইয়্যিল ক্বায়্যিম সদা তুমি তন্দ্রা নিদ্রা নাই, যখন ডাকি তখন শোনো  কাছাকাছি পাই। গাফুর গফফার তুমি প্রভু ক্ষমার মহা সিন্ধু,  চাইলে গোনাহ ক্ষমা কর রাখো না এক বিন্দু।  রোজ হাসরে কাহ্হার তুমি  যেদিন বিচার হবে, মনে হলেই বুকটা কাঁপে সবাই ভয়ে র'বে। বিচার যদি কর মালিক বিচারের মত, পার পাবো না গোনাহ আমার সহস্র শত। চাই না বিচার, দয়া করে ক্ষমা ভিক্ষা দিও, সফল যাঁরা তাঁদের পাশে  তুলে আমায় নিও। ------------------  ২৬/১০/২০২০ইং কুলাউড়া।