মন আমার

 মন আমার 

----আজাদ রহমান 


মন আমার ঘুমাইছরে 

বড় নিরালায়

নয়ন খুলে দেখছিলায়নি 

অনল কে জ্বালায়?

মন আমার ঘুমাইছরে

বড় নিরালায়!! 


পরের ঘরে আলো বিলাও

নিজের ঘরে বাত্তি নাই,

সোনার খনি দূরে ঠেলে

দিবানিশি কুড়াও ছাই।

মনোরে....মন আমার!

কোন বা সুখের আশায় তুমি

রইলে সুখের বিছানায়,

মন আমার ঘুমাইছরে 

বড় নিরালায়।।


অন্তর ভরা আশার আলো

দুইদিনের এই দুনিয়ায়, 

সকল আশা হলেও পুরন

পুর্নতা কি বলা যায়?

মনোরে....মন আমার!

এমন জনম সামনে তোমার

শুরু হলে শেষ তো নাই,

আজাদে কয় ঘুম ভেঙ্গে যায়

মনে হলে যাতনায়।।

---------------------------------

Comments

Popular posts from this blog

প্রত্যেক মানুষ তার নিজ নিজ জায়গায় দায়িত্বশীল।

সবাই আছে ফান্দে

অপবিত্র অবস্থায় কুর’আন পাঠ করার হুকুমঃ