সবাই আছে ফান্দে

 সবাই আছে ফান্দে 

----আজাদ রহমান 


কার কপালে সুখের টিকা

কার কপালে দুখ্

সব কিছু কি যায় রে বুঝা

দেখে তাহার মুখ?


কেউতো আছে কষ্ট বুকে 

ঠোঁটে ভিষণ হাসি,

শখের বসে অনেক সুখী 

পরে গলায় ফাসি।


হিসেব নিকেশ করে দেখি

সবাই আছে ফান্দে,

নিজের সাথে নিজে যখন

আপন মনে কান্দে। 


সবার জ্বালা এক জ্বালা নয়

ভিন্ন-ভিন্ন জাত,

ধনী গরীব সবাই দুখী

পাতে শুন্যে হাত।


তৃপ্ত মনের মুল্য অনেক 

কষ্ট তাড়ায় দূরে,

লোভ-লালসায় দুঃখ আনে

কাঁদায় করুন সুরে।

---------------------------- 

তারিখ ১৮/০৭/২১ ইং

কুলাউড়া। 


Comments

Popular posts from this blog

প্রত্যেক মানুষ তার নিজ নিজ জায়গায় দায়িত্বশীল।

অপবিত্র অবস্থায় কুর’আন পাঠ করার হুকুমঃ